Online Delivery

 অনলাইন ডেলিভারি শর্তাবলী নিম্নরূপ


  1. অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।  
  2. অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ/ কুরিয়ার চার্জ প্রযোজ্য।
  3. কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের ডেলিভারি চার্জ বিকাশ, ব্যাংকট্রান্সফার অথবা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে এডভান্স পেমেন্ট করতে হবে।
  4. কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
  5. বর্তমানে অনলাইন অর্ডারে ডেলিভারির ক্ষেত্রে সময়  ২ থেকে ৫ দিন হোম ডেলিভারি তে এবং কুরিয়ার এ ১ দিন অথবা তারও বেশি লাগতে পারে।
  6. এর পর পেমেন্ট করলে পণ্য স্টক শেষ হয়ে যেতে পারে অথবা মূল্য পরিবর্তিত হতে পারে।
  7. অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা অথবা মূল্য রিফান্ড করা হবে।
  8. বর্তমানে করোনা সংক্রমণ রোধে বিল্ডিং এর ভেতরে নির্দিষ্ট ফ্ল্যাট এ গিয়ে ডেলিভারি সাময়িক বন্ধ রাখা হয়েছে। ক্রেতাকে বিল্ডিং এর মেইন গেট থেকে পণ্য রিসিভ করতে হবে।
  9. ইন্টারন্যাশনাল কার্ডে কোন ইএমআই(EMI) প্রযোজ্য নয়।
  10. কাস্টমার পণ্য ডেলীভারীর সময় অবশ্যই খুলে দেখতে পারবে সেক্ষেএে পণ্য অর্ডার করার পর যে নিদ্রষ্ট নাম্বার থেকে অর্ডার কনফার্ম হওয়ার জন্য কল করা হয়েছিল সে নাম্বার এ কল দিতে হবে। 
  11. কম্পিউটার ইম্পোর্টার সরাসরি পণ্য আমদানি করে এবং ক্রেতার কাছে সরবরাহ করে থাকে, এর মাঝে কোন মধ্যস্ততাকারী না থাকায় পণ্য নকল বা একটি পণ্য অর্ডার করে আরেকটি পেয়েছি এমন কোন অভিযোগ কোন  ক্রেতা যদি যথোপযুক্ত প্রমান সহ দিতে পারে তাহলে পণ্যটি তাকে সম্পূর্ন বিনা মূল্যে দিয়ে দেয়া হবে।
 আরও বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে = https://www.facebook.com/groups/396407992147491
 
Shopping Cart